Join Our Quiz Show

Join Our Quiz Show
Join Our Quiz Show

Welcome to MD Ujjol Hossen Blog

Hello and Welcome to my official blog! To contact with me just write an email to me.

জামালপুর জেলা | Jamalpur District


জামালপুর জেলা | Jamalpur District 
জামালপুর, বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলে অবস্থিত এবং নকশী কাঁথা ও নকশী চাদরের জন্য বিখ্যাত একটি জেলা। এ জেলাটি ময়মনসিংহ বিভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। 
ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল (রহ.) নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ জন অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয়, শাহ জামাল-এর নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর। 
এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য ও গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা অবস্থিত।
১৯৭১ সালে ১০ ডিসেম্বর জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের ২০ তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জামালপুর জেলা ভেঙ্গে শেরপুর জেলা গঠন করা হয়।
কৃষি প্রধান এ অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে ধান, পাট, আখ, সরিষা বীজ, চিনাবাদাম এবং গম উৎপাদিত হয়। ভারত থেকে আমদানিকৃত পন্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হল জামালপুর। দেশের সবথেকে বড় সার কারখানা যমুনা সার কারখানা এ জেলাতেই অবস্থিত। 
জামালপুর জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ৮টি পৌরসভা ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার সংসদীয় আসন ১৩৮ থেকে ১৪২ পর্যন্ত। 
জামালপুর জেলায় মোট ৭টি উপজেলাগুলো হল:
ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী
জামালপুরের নকশী কাঁথা ও নকশী চাদর এখনো সারা দেশে সমাদৃত। এখানে তৈরি নকশিকাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। দারিদ্র্য বিমোচনেও এ জেলার শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

জামালপুর জেলার আরো বিভিন্ন জিনিসের দেশজোড়া খ্যাতি রয়েছে। তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দহের উন্নতমানের তামাক ও তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, সরিষাবাড়ীর পাট ও সার, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বকশীগঞ্জের নকশীকাথা, চিনা মাটি, কাঁচ বালি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র, জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্টি ও আজমেরীর জিলাপী, সর ভাজা, ছানার পায়েস, ছানার মিষ্টি ইত্যাদি। 
এ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছেঃ
শেখ হাসিনা মেডিকেল কলেজ
জামালপুর জেলা স্কুল
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সরকারি আশেক মাহমুদ কলেজ
এ উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেনঃ
মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম - মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং 'কে-ফোর্স'-এর সর্বাধিনায়ক
হারুন হাবীব, প্রখ্যাত সাংবাদিক,সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা, ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত
আব্দুল কাইয়ুম বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি
নজরুল ইসলাম খান- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান- অবিভক্ত বাংলার আইনসভার সদস্য
আব্দুস সালাম তালুকদার - সাবেক বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যান
মেজর জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান- বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও চিফ অব ডিফেন্স স্টাফ
রাশেদ মোশাররফ- সাবেক ভুমি প্রাতিমন্ত্রী
আবুল কালাম আজাদ - সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
সিরাজুল হক - সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী
রেজাউল করিম হীরা- সাবেক ভূমি মন্ত্রী
মির্জা আজম - সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,সাবেক প্রতিমন্ত্রী,সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ
আশরাফ উদ দৌল্লাহ পালোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)
মুরাদ হাসান- তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ফরিদুল হক খান-ধর্ম প্রতিমন্ত্রী
আনোয়ারুল কবির তালুকদার- সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
মাওলানা নুরুল ইসলাম-  সাবেক ধর্ম প্রতিমন্ত্রী়
আব্দুস সাত্তার-  সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী 
আতিউর রহমান - অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
এ এস এম আব্দুল হালিম-সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
আব্দুল কাইয়ুম - সাবেক পুলিশ মহা পরিদর্শক(আইজিপি)
আবুল কালাম আজাদ- প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক
আব্দুল ওয়াহহাব মিঞা-সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
মোখলেছুর রহমান পান্না-সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।
মাহবুবুর রহমান রিপন-অতিরিক্ত আইজিপি(ভারপ্রাপ্ত),বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ
মির্জা হোসাইন হায়দার-  বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারক 
মোঃ-জহুরুল হক- দুদক কমিশনার ও সাবেক বিটিআরসি চেয়ারম্যান
হাসান হাফিজুর রহমান - প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক, এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত
আমানুল্লাহ কবীর - বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের সাবেক পরিচালক
আনোয়ার হোসেন - নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত অভিনেতা
নজরুল ইসলাম বাবু- বিখ্যাত গীতিকার ও শিল্পী;
আমজাদ হোসেন - বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার;
মেহের আফরোজ শাওন- অভিনেত্রী
ওস্তাদ ফজলুল হক- ঠুমরী গানের জন্য উপমহাদেশে বিখ্যাত
প্রফেসর ডাঃএ বি এম আব্দুল্লাহ,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও খ্যাতনামা একুশে পদক প্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ

চিত্তাকর্ষক স্থান
হযরত শাহ জামাল -এর মাজার
হযরত শাহ কামাল -এর মাজার
হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ সাইফুল মালেক (রঃ) -এর মাজার
আল মসজিদ্দু আসছালাম ও নহরে রব্বানী দিঘি
শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী
গারো পাহাড় লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র
ধানুয়া কামালপুর স্থলবন্দর
দয়াময়ী মন্দির
যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি
তরফদার খামারবাড়ী
লাউচাপড়া পাহাড়ি অরণ্য
গান্ধী আশ্রম
যমুনা সিটি পার্ক
উন্নয়ন সংঘ চাইল্ড সিটি
সরিষাবাড়ী সোলার প্ল্যান্ট
ডেফলা ব্রীজ
ইসলামপুর কাসা শিল্প
মালঞ্চ মসজিদ
পাঁচ গম্বুজবিশিষ্ট রসপাল জামে মসজিদ
নরপাড়া দুর্গ
মুক্তিযুদ্ধে জামালপুর ১১ নং সেক্টর
মধুটিলা ইকোপার্ক
এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয় যার মধ্যে আছেঃ দৈনিক জামালপুর, দৈনিক আজকের জামাালপুর ইত্যাদি। 
এ জেলা নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে জানান কমেন্টে আর শেয়ার করে ছড়িয়ে দিন জামালপুর জেলাকে।

No comments