Join Our Quiz Show

Join Our Quiz Show
Join Our Quiz Show

Welcome to MD Ujjol Hossen Blog

Hello and Welcome to my official blog! To contact with me just write an email to me.

Top 9 Robots Of Boston Dynamics

বন্ধুরা ভবিষ্যতে রোবট কেমন হতে পারে তা সবারই অজানা কিন্তু এখনই এমন কিছু রোবট আছে যা আপনাকে চমকে দিতে পারে।


১.দ্যা স্পট

এই রোবটটি অনেকটা কুকুরের মতো দেখতে হলেও এটা গোয়েন্দাগিরিতে ওস্তাদ। যেখানে অন্য কেউ যেতে পারে না সেখানে এই রোবট নিমিষেই চলে যেতে পারে। এর মুল বৈশিষ্ট্য হলো এটা খুব সহজেই কাস্টোমাইজ করা যায় এবং দুর থেকেও নিয়ন্ত্রন করা যায়। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই একে দমিয়ে রাখতে পারে না। এই রোবটটিকে আপনি পরিবহন, বিনোদন, গবেষণা, চিকিৎসা, পাবলিক সেফটি, মাইনিং, কনস্ট্রাকশনের মতো কাজেও ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে হয়তো এটার আরো উন্নত সংস্করন আসবে যখন সবার কাছেই এমন একটা রোবট পাওয়া যাবে। 


২.আটলাস পার্কার 

বোস্টন ডাইনামিকসের এই রোবটটি দেখতে অনেকটা মানুষের মতো। এটার যেমন চলাচলের জন্য নিজস্ব সেন্সর আছে তেমনি এটা মানুষের মতোও হাঁটতে পারে। আটলাসের বিশেষত্ব হলো এটা মানুষের মতো বিভিন্ন শারীরিক কসরত দেখাতে পারে। উচু নিচু যেকোনো যায়গা দিয়ে চলতে পারে এই রোবট। বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে পার্ফেক্ট করার চেষ্টা করা হচ্ছে আটলাসকে। প্রতি সেকেন্ডে দেড় মিটার পর্যন্ত চলতে পারে আটলাস। দেড় মিটারের এই রোবটের ওজন মাত্র ৮০ কোজি। হাইড্রোলিক সিস্টেমের এই রোবট ২৮টি জয়েন্ট দ্বারা গঠিত।


৩.পেটম্যান

আটলাসের মতোই আরেকটা হিউম্যানয়েড রোবট হলো দ্যা পেটম্যান। ফেসিয়াল এক্সপ্রেশন ছাড়া সম্পুর্ন মানুষকে নকল করতে পারে এই রোবট। ভবিষ্যতে একে সেনাবাহিনীর কাজেও ব্যবহার করার সক্ষমতা তৈরি হবে এই রোবটের। দুর থেকে যদি এই রোবটের দিকে তাকানো হয় তাহলে মনে হবে কোনো মানুষ হয়তো হেটে যাচ্ছে। ১৮০ ডিগ্রি কোনে এই রোবট আশেপাশের সব কিছুই দেখতে পায়। এই রোবটের বিশেষত্ব হলো এটি ক্যামিক্যাল প্রটেকশন স্যুটের কার্যকারিতা নিরুপনে ব্যবহার করা হয়। মানুষকে সম্পূর্ন নকল করার জন্য এটি সর্বদা কাজ করে চলেছে।

৪. হ্যান্ডেল

একই কাজ বারবার করতে কারইবা ভালো লাগে! ভবিষ্যতে মানুষের নতুন কাজের সৃষ্টি হলেও অনেক কাজ যে রোবটের হাতে চলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যান্ডেল এমন একটা রোবট যেটা কারখানার বিভিন্ন বক্স একজায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। মানুষের পায়ের বদলে এই রোবটের আছে দুইটি চাকা যা দিয়ে এটি চলাচল করে। এটি প্রতি ঘন্টায় ৩৬০টি পর্যন্ত বক্স একজায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এটি সর্বোচ্চ ১৫কেজি ওজনের বক্স বহন করতে পারে।


৫. ওয়াইল্ড ক্যাট

ওয়াইল্ড ক্যাট সম্পুর্ণ ওয়েল ইঞ্জিন দ্বারা পরিচালিত একটি রোবট। এটি এর গতির জন্য বেশি সুনাম অর্জন করেছে। এটি রাস্তা দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চলতে পারে। গতি একে বানিয়েছে দ্যা ওয়াইল্ড ক্যাট। নিজের উপর নিয়ন্ত্রন করার ক্ষমতা একে করেছে অনন্য।


৬. চিতা

চিতা রোবটটি আসলেই চিতার মতো। দ্রুত গতিতে ছুটে চলার কারনে এর নাম দেওয়া হয়েছে চিতা। ঘন্টায় প্রায় ২৮ কিলোমিটার গতিতে চলতে পারে চিতা। অন্যান্য রোবটের সাথে এর মূল পার্থক্য হলো এর দ্রæত গতি। যা একে অন্যদের থেকে আলাদা করেছে। 

৭. আলফা ডগ গো

এই রোবটটি অন্যান্য রোবট থেকে একটু আলাদা। যেখানে অন্যান্য রোবটকে দ্রæত গতিতে চলার দিকে নজর দেওয়া হয়েছে সেখানে এই রোবটকে ধীরে কিন্তু অনেক বেশি ভার বহন করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে চার চাকার বাহন চলতে পারে না সেখানে এই রোবট খুব সহজেই যেতে পারে। যা সেনাবাহিনীদের জন্য খুশির খবর হতে পারে।


৮.RHex Rough Terrain Robot

এই রোবটটি মুলত যেখানে মানুষ যেতে পাওে না সেখানে যেয়ে সেখানকার অবস্থা জানাতে পারে। রিমোট দ্বারা পরিচালিত এই রোবট অনেক ক্ষেত্রেই দূর্যোগ প্রবন অবস্থায় বেশ কাজে দিতে পারে। 


৯.Sand Flea Jumping Robot

শত্রæপক্ষের অবস্থা জানাতে এই রোবটের কোনো জুরি নেই। উচুনিচু এর কাছে কিছুই নয়। প্রায় একতলা উপরেও এই রোবট অনায়াসে লাফিয়ে চলে যেতে পারে। 

1 comment: