Join Our Quiz Show

Join Our Quiz Show
Join Our Quiz Show

Welcome to MD Ujjol Hossen Blog

Hello and Welcome to my official blog! To contact with me just write an email to me.

ময়মনসিংহ জেলা | বাংলার ইতিহাস ও ঐতিহ্য


ময়মনসিংহ জেলা | বাংলার ইতিহাস ও ঐতিহ্য
ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
মুঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয়। তবে কোনো কোনো ইতিহাসবিদদের মতে, মোঘল সেনাপতি মনমোহন সিংহ ঈসা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন। এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে। ১৯৭০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহুকুমাকে পৃথক করে একটি জেলা করা হয়। ১৯৮০-এর দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়েছিল। বর্তমানে এ জেলার আয়তন ৪৩৬৩.৪৮ বর্গ কিমি।
ময়মনসিংহ জেলায় মোট ১৩টি উপজেলা রয়েছে। এবং এগুলো হলো: ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, তারাকান্দা, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, ময়মনসিংহ সদর,মুক্তাগাছা, হালুয়াঘাট। এছাড়াও এ জেলায় সংসদীয় আসন ১৩টি।
সড়কপথে ও রেলপথে এ জেলার সাথে যোগাযোগ সম্ভব। ঢাকা থেকে এ জেলার দূরত্ব ১১২ কিলোমিটার।
ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা, মহুয়া, মলুয়া, দেওয়ানা মদীনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক, দীনেশচন্দ্র সেন এবং মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত মৈমনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্বসাহিত্যের মর্যাদা পেয়েছে। এই গীতিকায় মহুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা জানা যায়।
ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে। সেগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ, কাঁচামাটিয়া, সুতিয়া, কাওরাইদ, সুরিয়া, নরসুন্দা, নিতাই, কংস, খাড়িয়া, ভোগাই, বান্দসা, ধলাই, কাকুড়িয়া, দেওর, বাজান, নাগেশ্বরী, মিয়াবুয়া, মাহারী নদী।
এ জেলার কিছু বিখ্যাত খাবারের মধ্যে আছে:
মুক্তাগাছার মণ্ডা
কাট কচুর বড়া
চেপা-শুটকির পুলি
এ জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো হলো:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিকেল কলেজ
আনন্দ মোহন কলেজ
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসা
জামিয়া ইসলামিয়া মোমেনশাহী
মহিলা টির্চাস ট্রেনিং কলেজ
এ জেলা যেসকল দর্শনীয় স্থান আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
মুক্তাগাছার রাজবাড়ী
আলেকজান্ডার ক্যাসল
শশী লজ
ময়মনসিংহ জাদুঘর
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা
পুরাতন ব্রহ্মপুত্র নদ
সিলভার ক্যাসল
বিপিন পার্ক
ময়মনসিংহ টাউন হল
কেল্লা তাজপুর
আলাদীন'স পার্ক
তেপান্তর সুটিং স্পট
কুমির খামার
গারো পাহাড়
চীনা মাটির টিলা
নজরুল স্মৃতি যাদুঘর
এ জেলার বিখ্যাত ব্যাক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলো:
আবদুর রউফ (বিচারপতি)
আবদুস সালাম (জেনারেল)
চন্দ্রকুমার দে - লেখক এবং ময়মনসিংহে প্রচলিত লোকগীতির সুবিখ্যাত সংগ্রাহক;
মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান - অবিভক্ত বাংলার আইনসভার সদস্য (১৯২১-১৯৩৯);
আবুল মনসুর আহমেদ - সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক;
খাজা উসমান- উত্তর-পূর্ব বাংলার একজন পাঠান সর্দার এবং যোদ্ধা
জ্যোতির্ময় গুহঠাকুরতা - শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক।
হেলেনা খান- একজন বাংলাদেশী শিশু সাহিত্যিক, গল্পকার, অনুবাদক ও ঔপন্যাসিক।
আশীষ কুমার লোহ - নাট্যকার, চিত্রনাট্যকার, লেখক, অভিনেতা ও কৌতুকাভিনেতা;
আশুতোষ ভট্টাচার্য - বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক;
শিল্পাচার্য জয়নুল আবেদীন - বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী;
আফম আহসানউদ্দিন চৌধুরী - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি;
আবদুল জব্বার - ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ;
রফিক উদ্দীন ভূঁইয়া - প্রখ্যাত ভাষা সৈনিক ও রাজনীতিবিদ;
বিলায়েত খাঁ - বিখ্যাত বাঙালি সেতারবাদক;
এ. কে. এম. মোশাররফ হোসেন - সাবেক শিল্প ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য;
শীর্ষেন্দু মুখোপাধ্যায় - প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক;
প্রমোদ মানকিন- একজন রাজনীতিবিদ, সমাজ সেবক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী;
রওশন এরশাদ- একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা;
রাম চাঁদ গোয়ালা - বাংলাদেশের প্রথম বাঁ-হাতি স্পিনার;
অধ্যক্ষ মতিউর রহমান - বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ধর্ম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।
কে এম খালিদ বাবু- বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী
মাহমুদ সাজ্জাদ- টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা
তনিমা হামিদ- একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং শিক্ষক।
তসলিমা নাসরিন - বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক;
এ কে এম এ মুক্তাদির - একজন প্রখ্যাত চক্ষু চিকিৎসক;
আরিফিন শুভ - মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা;
মাহমুদুল্লাহ রিয়াদ - ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান;
জামাল ভূইয়া-একজন ডেনীয়–বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়;
সানিয়া সুলতানা লিজা - বাংলাদেশী সঙ্গীতশিল্পী;
নাদিয়া আফরিন - বাংলাদেশী অভিনেত্রী ও মডেল;
মাসুদ করিম: অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল কাবাডি;
মোসাদ্দেক হোসেন সৈকত - ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল;
এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয়।
শেয়ার করুন ময়মনসিংহ।

No comments