Join Our Quiz Show

Join Our Quiz Show
Join Our Quiz Show

Welcome to MD Ujjol Hossen Blog

Hello and Welcome to my official blog! To contact with me just write an email to me.

নরসিংদী জেলা | Narsingdi District |বাংলার ইতিহাস ও ঐতিহ্য


নরসিংদী জেলা | Narsingdi District |বাংলার ইতিহাস ও ঐতিহ্য নরসিংদী বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত একটি জেলা। সুপ্রাচীন জনপদ মহেশ্বরদী নামে, নরসিংদী বিখ্যাত পৃথিবী ধামে। রাজা নরসিংহ পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে একটি ছোট নগর প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংহ নামের সাথে পরবর্তীতে দী যুক্ত হয়ে নরসিংদী নামের উৎপত্তি হয়েছে। ১৯৮৪ সালে সরকারি ঘোষণার প্রেক্ষিতে নরসিংদী ঢাকার মহকুমা থেকে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মনবাড়িয়া, দক্ষিণে নারায়নগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত। ঢাকা থেকে এ জেলায় সড়ক পথ, নৌ পথ ও রেল পথে যাতায়াত সম্ভব। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব সড়ক পথে ৫৭ কি:মি: এবং রেলপথে ৫৫ কি:মি: নরসিংদীর আয়তন ৩,৩৬০.৫৯ বর্গ কি:মি:। এ জেলার উপজেলার সংখ্যা ৬ টি যেগুলো হলো নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাব, মনোহরদী এবং রায়পুরা। এ ছাড়াও এ জেলায় ৬টি পৌরসভা রয়েছে। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো- তাঁত শিল্পের মেলা – নরসিংদী জেলা। এছাড়া একে কলার শহরও বলা হয়ে থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত কারণে এ জেলা কৃষি, শিল্প, অর্থনীতি, ক্রীড়া ও সংস্কৃতিতে এক সমৃদ্ধ জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রাচ্যের ম্যানচেস্টার বলে খ্যাত বাবুরহাট এ জেলায় অবস্হিত। বাংলাদেশের বস্ত্র চাহিদার প্রায় সিংহভাগ পূরণ হচ্ছে এ বাবুরহাট থেকে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদ-নদী গুলোর মধ্যে মেঘনা, শীতলক্ষ্যা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, হাঁড়িধোয়া এবং পাহারিয়া অন্যতম। এ জেলায় যেসব গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছে তা থেকে বর্তমানে প্রায় ২৭ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রতিদিন জাতীয় বিদ্যুৎ গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। এ জেলার শিক্ষার হার ৭৫% এবং উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নরসিংদী সরকারি কলেজ সাটিরপাড়া কে কে ইন্সটিটিউশন আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইত্যাদি। এ জেলার চিকিৎসা ব্যবস্থায় নরসিংদী সদর হাসপাতাল ও নরসিংদী জেলা হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে। এ জেলার প্রখ্যাত ব্যাক্তিদের মধ্যে রয়েছেন- ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ ‌‌আসাদ, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত ফ্লাইট লে: মতিউর রহমান, বরেন্য কবি সামসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও আব্দুল মান্নান ডাকসুর সাবেক ভিপি আহমেদুল কবির সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ড. আলাউদ্দিন আল আজাদ, পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র সেন এর বাড়ি একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ উপমহাদেশের প্রথম বাঙ্গালী আই সি এস স্যার কে,জি,গুপ্ত, ২০০৬ সালে উপন্যাস শাখায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হরিপদ দত্ত কবি গুণাকর উপাধিতে ভূষিত কবিয়াল হরিচরণ আচার্য্য উপমহাদেশের অন্যতম নিউরোসার্জন এবং বাংলাদেশের প্রথম নিউরোসার্জন প্রফেসর ড.রসিদ উদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক-শামীম কবির বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী -আব্দুল মঈন খান সাবেক সেনাবাহিনী প্রধান মো: নূরউদ্দিন খান প্রমূখ। এছাড়া্ও এ জেলার কিছু দর্শনীয় স্থানের মধ্যে আছেঃ ১ ওয়ারী বটেশ্বর- নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ-নগরী। ২ ভাই গিরিশ চন্দ্র সেন এর বাড়ি যিনি পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। ৩ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর বাড়ি ৪ ড্রিম হলিডে পার্ক প্রাইভেট লি: ৫ নরসিংদী হেরিটেজ ইকো রিসোর্ট ৬ মরজাল ওয়ান্ডার ল্যান্ড পার্ক ০৭ সোনাইমুড়ি টেক ০৮ চিনাদী বিল ইত্যাদি। এ জেলার পত্র-পত্রিকা ও সাময়িকী এর মধ্যে আছে দৈনিক: বার্তা, উত্তাপ, গ্রামীণ দর্পণ; সাপ্তাহিক: নরসিংদীর খবর, সন্দেশ, অতিক্রম, খোরাক; সাময়িকী: বন্ধন, মেঘনা, গ্রামীণ খবর, নরসিংদী ইত্যাদি। শেয়ার করুন নরসিংদী। Free & quality education for all.

No comments