কিশোর-কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া | Bangladesh Generation Parliament | Mohammad Ujjol Hossen
কিশোর-কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া | Bangladesh Generation Parliament | Mohammad Ujjol Hossen
এবারে ৯ম সপ্তাহের টাস্ক -- এই সপ্তাহে আমরা কথা বলবো কিশোর-কিশোরীদের শিক্ষা নিয়ে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উত্তোরণের হার যদিও বাংলাদেশে অনেক ভাল তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক ছাত্র-ছাত্রীই শিক্ষা ব্যবস্থায় তাদের উপস্থিতি বজায় রাখতে পারে। শিক্ষা ক্ষেত্রে নাজুক পরিস্থিতিতে থাকা কিশোর-কিশোরীদের তিন ভাগে ভাগ করা যায়: ১. বিদ্যালয় থেকে ঝরে পড়া ও যারা কখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি ২. বিদ্যালয়ে গেছে কিন্তু ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে ৩. লেখাপড়া শেষ করলেও চাকরির জন্য দক্ষতা তৈরি না হওয়া বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীর আনুপাতিক হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া ৯৫ শতাংশ ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র ৪৬ ভাগ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে। অষ্টম শ্রেণীতে ঝরে পড়ার হার সর্বোচ্চ। এই পর্যায়ে ১৪ দশমিক ৬ শতাংশ ছেলে-মেয়ে স্কুল ত্যাগ করে। মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া বন্ধ করতে হলে মান সম্মত পাঠ্যক্রম, শ্রেণীকক্ষের শিক্ষা উন্নয়ন ও কর্মমূখী শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কিশোর-কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে আগামী বৃহস্পতিবার, ২১ মাৰ্চ ২০১৯- র মাঝে জানিয়ে দাও তোমার মতামত, তোমার নিজ গ্রুপে - বাংলাদেশ প্রজন্ম সংসদ #Bangladesh Generation Parliament কিশোর-কিশোরীদের পড়াশোনা চালিয়ে যাওয়া,Bangladesh Generation Parliament,Mohammad Ujjol Hossen,Ujjol,Elb,Effortless Learning Bangladesh,Bangladesh,Mohammad Ujjol,Generation,Parliament,বাংলাদেশ প্রজন্ম সংসদ,মোঃ উজ্জল হোসেন,উজ্জল,MD Ujjol Hossen,ujjal,uzzal,shishu,kishor,kishori,porashona,শিক্ষা,শিশু,কিশোর বাতায়ন
No comments