শিশুদের প্রতি সহিংসতা | Bangladesh Generation Parliament | Mohammad Ujjol Hossen
শিশুদের প্রতি সহিংসতা | Bangladesh Generation Parliament | Mohammad Ujjol Hossen
শিশুদের প্রতি সহিংসতা | Bangladesh Generation Parliament | Mohammad Ujjol Hossen Bangladesh Generation Parliament ▶ বাংলাদেশ প্রজন্ম সংসদ- যশোর ১ এবারে পঞ্চম সপ্তাহের টাস্ক -- বিশ্বজুড়েই শিশুরা নানা ধরনের সহিংসতার শিকার হয়। যৌন হয়রানি, সহিংস আক্রমণ, শারীরিক শাস্তি, মানসিক নির্যাতন ও অবহেলা-এর যে কোনোটা ঘটতে পারে তার সঙ্গে। বাংলাদেশেও শিশুরা এমন অনাচারের শিকার হয়। শিশুর সুরক্ষা আইন এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। শিশুর প্রতি সহিংসতার ক্ষেত্রে দারিদ্র্য একটি বড় ভূমিকা রাখে। যৌন নির্যাতনের ঘটনাগুলো ধরাটা বেশ কঠিন। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে। তবে তা যৌন হয়রানির ঘটনাকে আমলে নেয় না। অথচ যৌন হয়রানির প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। অনেক ক্ষেত্রে কিশোরীরা আত্মহত্যা করে অথবা আরও সহিংসতার শিকার হয়। প্রতিবন্ধী শিশুদের নিপীড়নের বিষয়ে তেমন পরিসংখ্যান না থাকলেও যতটুকু তথ্য পাওয়া যায় তাতে এটা স্পষ্ট যে, প্রতিবন্ধী মেয়েদের ওপর যৌন সহিংসতা ক্রমশ বাড়ছে। খুব ছোট শিশুদের বিপজ্জনক কাজে লাগানো হচ্ছে। ১৭ লাখ শিশু, যাদের বেশিরভাগই ছেলে, তারা শিশু শ্রম দিচ্ছে। অনেক মেয়েই ঘরকন্নার কাজে জড়িত থাকে। কিশোরী মেয়েরা অনেক সময়ই ঘরে সহিংসতার পাশাপাশি যৌন হয়রানির শিকার হয়। তারা এক ধরনের গৃহ দাসত্বের কবলে পড়ে। বলাই বাহুল্য, এরা শিক্ষা থেকেও বঞ্চিত। Bangladesh generation parliament,Mohammad Ujjol Hossen,শিশুদের প্রতি সহিংসতা,Ujjol,mohammad,hossen,Bangladesh,বাংলাদেশ প্রজন্ম সংসদ,মোঃ উজ্জল হোসেন,MD Ujjol Hossen,md ujjol hossen,ujjal,uzzal,hossain,Education,bangladesh,child,child abuse,enemy,problem,prospect,শিশু,সহিংসতা কাকে বলে
No comments