Task 19 | দেশের উন্নয়নে কিশোর কিশোরীদের ভূমিকা | Bangladesh Generation Parliament |Ujjol
Task 19 | দেশের উন্নয়নে কিশোর কিশোরীদের ভূমিকা | Bangladesh Generation Parliament |Ujjol
১৯ তম সপ্তাহের টাস্ক বাংলাদেশে তিন কোটি ২০ লাখের বেশি কিশোর-কিশোরী রয়েছে, যা মোট জনসংখ্যার ২১ শতাংশ। এটা সেই সময় যখন মানুষের মূল্যবোধ ও দক্ষতা তৈরি হয়, যার বিরাট প্রভাব থাকে নিজের ও সমাজের কল্যাণে। কিন্তু বাংলাদেশে এই বয়সী ছেলে-মেয়েদের সম্ভাবনা অবিকশিতই রয়ে যায়। বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপট সাধারণত কিশোর-কিশোরীদের মতামত প্রদান, কোনো কিছু নিয়ে সোচ্চার হওয়া বা বড়দের প্রশ্ন করতে নিরুৎসাহিত করে। দেশের উন্নয়নে কিশোর-কিশোরীদের অংশগ্রহন নিয়ে আগামী বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯- র মাঝে জানিয়ে দাও তোমার মতামত, তোমার নিজ গ্রুপে - #Ujjol #ELB MD Ujjol Hossen
No comments