Join Our Quiz Show

Join Our Quiz Show
Join Our Quiz Show

Welcome to MD Ujjol Hossen Blog

Hello and Welcome to my official blog! To contact with me just write an email to me.

জাদুঘরে কেন যাবো | আনিসুজ্জামান | Jadughora Kano Jabo | Anisuzzaman | Ujjol | HSC

জাদুঘরে কেন যাবো | আনিসুজ্জামান | Jadughora Kano Jabo | Anisuzzaman | Ujjol | HSC

জাদুঘরে কেন যাবো আনিসুজ্জামান Jadughora Kano Jabo Anisuzzaman Ujjol HSC ★★এই প্রবন্ধের মূলকথা হলো:-জাদুঘরে রাখা থাকে হাজারো বছরের নানান কীর্তি।যা হয়তো আমরা কখনো দেখিনি শুনিনি,যখনি আমরা জাদুঘরে যাই আর সেই সব অপরিচিতজিনিস,সভ্যতাগুলো দেখি তখনি আমাদের মনে কৌতুহল জাগে সেই বিষয়টা সমন্ধে জানার।আর জাদুঘরের মুল উদ্দেশ্য হলো অজানা বিষয়গুলো সমন্ধে জানার কৌতুহল সৃষ্টি করা। ★গুরুত্বপূর্ণ উক্তি: *মিউজিয়মকে আপনারা জাদুঘর বলেন কেন? - উক্তি গভর্নর মোনায়েম খান*যাঃ পলায়েতে স জীবতি -প্রবাদ*নতুন ও সদ্য স্বাধীন দেশগুলোতে নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হয়- আত্মপরিচয়দানের প্রেরণায়*চোর পালালে বুদ্ধি বাড়ে- প্রবাদ ★সংখ্যাবাচক তথ্য: *পৃথিবীর ১ম জাদুঘর প্রতিষ্ঠিত-খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দীতে*যৌথ জাদুঘর নির্মাণ -ষোড়শ শতকে*অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা-৩ জন*ব্রিটিশ মিউজিয়মের প্রতিষ্ঠাতা- ৩জন*ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয় গত ৩০ বছরে*আলেকজান্দ্রিয়া নগর পতন হয়- খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দে*ফরাসি বিপ্লব - ১৭৮৯ সালে*রুশ বিপ্লব - ১৯১৭ সালে*টাওয়ার অফ লন্ডন নির্মাণ - ১০৭৮ সালে*অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠা-১৮৯৭ সালে*ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা- ১৭৫৩ সালে*বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা- ১৯১৩ সালে*ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে*বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা-১৯৬৫ সালে*সামরিক জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে*বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা-১৯১০ সালে*চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রতিষ্ঠা-১৯৭৩ সালে*গ্রেকো রোমান জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৯২ সালে*কায়রো জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৩৫ সালে ★জ্ঞানমূলক★ *পাশ্চাত্যদেশে জাদুঘরতত্ত্ব একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয়*প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়ায়*পৃথিবীর প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা,গ্রন্থাগার,উদ্ভিদউদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা*পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মূলত দর্শন চর্চার কেন্দ্র*ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি হয়*প্রজাতন্ত্র সৃষ্টি করে ল্যুভ*ফরাসি বিপ্লবের পরে উন্মোচিত হয় ভের্সাই প্রাসাদের দ্বার*রুশ বিপ্লবের পর লেনিনগ্রাদের রাজপ্রাসাদ গড়ে উঠে হার্মিতিয়ে*গনতন্ত্রায়ণের ফলে টাওয়ার অফ লন্ডন প্রাসাদ ও তার সংগ্রহ সর্বজনের চক্ষুগ্রাহ্য হয়*সতেরো শতকে ব্রিটেনে প্রথম পাবলিক জাদুঘর প্রতিষ্ঠা হয়*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা- পিতাপুত্র দুই ট্র্যাডেসান্ট ও অ্যাশমোল*আঠারো শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায়য় তৈরি হয় ব্রিটিশ মিউজিয়ম*ব্রিটিশ মিউজিয়মের ভিত্তি সংগ্রহ করেন স্যার হ্যানস স্লোন, স্যার রবার্ট কটন,আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লির*উনিশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পায়*ত্রিশ বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়*জাদুঘরের সাধারণ লক্ষণ চমকপ্রদ ও লুপ্তপ্রায় জিনিস সংগ্রহ করে*ঢাকায় জাতীয় জাদুঘরের ভিত্তি স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান*জাতীয় জাদুঘরে সংগৃহিত আছে তুঘরা হরফে লেখা নুসরত শাহের শিলালিপি*জাতীয় জাদুঘরে সংগৃহিত আশরাফ শিলালিপি ষোল শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখন্ড*গভর্নর মোনায়েম খান দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী*উর্দুতে জাদুঘর কে বলা হয় আজবখানা*হিন্দিতে জাদুঘর কে বলা হয় অজায়েব ঘর*ইসা খার কামানে বাংলা লেখা দেখে লেখক মুগ্ধ*জাদুঘরের প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ*টাওয়ার অফ লন্ডনে কোহিনুর দেখতে সকলে ভিড় করে। সাদিয়া ইসলাম মৌ মার্কেটিং ডিপার্টমেন্ট, ঢাবি।

No comments