প্রতিবন্ধীত্ব | Protibondhitto |Bangladesh Generation Parliament| Mohammad Ujjol Hossen
প্রতিবন্ধীত্ব | Protibondhitto |Bangladesh Generation Parliament| Mohammad Ujjol Hossen
এবারে ১১তম সপ্তাহের টাস্ক -- এই সপ্তাহে আমরা কথা বলবো প্রতিবন্ধীত্ব নিয়ে। প্রতিবন্ধীত্ব বাংলাদেশের অন্যতম প্রধান সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রতিব ন্ধীত্বের উপর বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়। সমাজের সর্বস্তরে এরূপ একটি বিশ্বাস আছে যে, প্রতিবন্ধীত্ব একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি যা প্রতিবন্ধীদের পর্যাপ্ত পরিমাণ যত্ম, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং অংশগ্রহণের সুযোগকে প্রভাবিত করে । প্রতিবন্ধী শিশুরা স্বাস্থ্যসেবা অথবা বিদ্যালয়ে যাওয়ার সবচেয়ে কম সুযোগ পায়। বিশেষ করে তাদেরকে লুকি য়ে রাখলে কিংবা প্রতিষ্ঠানে দিলে অন্যান্য ঝুঁকিপূর্ণ সকল গোষ্ঠির মধ্যে তারা সবচেয়ে বেশি নির্যাতন, অপব্ যবহার, শোষণ এবং অবহেলার শিকার হয়। আবার, ছেলের তুলনায় প্রতিবন্ধী মেয়েরা কম খাদ্য ও যত্ন পায়। প্রতিবন্ধী শিশুর পরিস্থিতি বিশ্লেষণে (২০১৪) দেখা যায় যে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরা বাংলা দেশে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। প্রাথমিক শিক্ষায় ভর্তির হার ৯৭ শতাংশ হলেও মাত্র ১১ শতাংশ প্র তিবন্ধী শিশু যে কোনো ধরনের শিক্ষা গ্রহণের সুযোগ পায়। প্রতিবন্ধীত্ব নিয়ে আগামী বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯- র মাঝে জানিয়ে দাও তোমার মতামত, তোমার নিজ গ্রুপে mohammad ujjol hossen,ujjol,bangladesh generation parliament,elb,bangladesh Projonmo Shangshad,এবারে ১১তম সপ্তাহের টাস্ক,প্রতিবন্ধীদের,Protibondhitto,প্রতিবন্ধীত্ব,পুষ্টি,স্বাস্থ্য,যত্ম,শিক্ষা,স্বাস্থ্যসেবা,বিদ্যালয়ে,শিশুরা,ঝুঁকিপূর্ণ,md ujjol hossen,ujjal,uzzol,uzzal-
No comments